About Us

Chikitsa.com.bd কি?
এটি সিলেটের প্রথম “অনলাইনে ডাক্তারের সিরিয়েল বুকিং” সার্ভিস যার দারা ওয়েব সাইটে অথবা মোবাইল অ্যাপ এর মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল খুব সহজে বুকিং করা যায়।
যাতে করে রোগী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল আগেদিন কোন প্রকার ঝামেলা ছাড়া বুকিং করতে পারবেন।

Chikitsa.com.bd এর মাধ্যমে কি সিলেটের যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল করা যাবে?
আমাদের সাথে সিলেটের বিভিন্ন বিভাগের শতাধিক হাসপাতাল ও ডাইগনিষ্ট সেন্টারের ডাক্তারগন রেজিস্টার্ড আছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল পাওয়া যাবে।

Chikitsa.com.bd সার্ভিস চার্জ / ফি কত?
রোগীদের জন্য এটি একটি সল্পমূল্যে একটি সেবা। চিকিৎসা ডট কম ডট বিডি মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল করার জন্য মাত্র ৩০ টাকা কনফ্রাম ফি দিতে হবে। আর আপনি চাইলে ডাক্তারের নির্ধারিত ভিজিট ফি একসাথে প্রদান করতে পরারন।

★কিভাবে ওয়েব সাইটের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল পাওয়া যায়?

 www.chikitsa.com.bd এ ভিজিট করে সার্চ বক্সে এ ডাক্তারের নাম লিখে সার্চ করুন অথবা নিচের কেডাগরি থেকে কি বিশেষজ্ঞ ডাক্তার চাইতেছেন তাতে ক্লিক করে পছন্দের ডাক্তার বেছেনিন।
এর পর Book Now এ ক্লিক করে ডাক্তারের প্রোফাইল থেকে পছন্দমত অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়েল বুকিং করুন।

★ওয়েব সাইটের বা এপস এর মাধ্যমে সিরিয়েল বুকিং হয়েছি, এখন কি করবো?

এখন আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে একটি PIN নাম্বার আসবে। এই PIN নাম্বার বিকাশের রেফারেন্স দিয়ে পেমেন্ট করতে হবে। প্রেমেন্ট হয়ে গেলে পরবর্ত বুকিং কনফ্রাম একটি SMS আসবে যাতে সিরিয়েল এর বিস্তারিত উল্লেখ থাকবে।


★★কিভাবে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব?
পেমেন্ট বিকাশ করতে নীচের ধাপগুলো অনুসরণ করুন-
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
২। “পেমেন্ট” সিলেক্ট করুন।
৩। আপনি আমাদের এই ০১৬১২১১১০২৭ মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর লিখুন।
৪। আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান তার পরিমাণ লিখুন।
৫। আপনার মোবাইল নম্বরে SMS আসা PIN নম্বরটি লিখুন।
৬। কাউন্টার নম্বরটি লিখুন ১
৭। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

*টাকা পাঠানর পর আপনার ডাক্তারের সিরিয়েল বুকিং হয়ে যাবে।
This is my textarea to be replaced with CKEditor.